নিজস্ব সংবাদদাতা: গত ২ জানুয়ারি তারিখে ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে নিজ কারখানার কাছেই খুন হন মালদার তৃণমূল কর্মী দুলাল। যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, প্রাণ বাঁচাতে কার্যত কারখানায় ঢুকে পড়েছিলেন তৃণমূল নেতা। কিন্তু তাও শেষরক্ষা হয়নি। তিন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে চালায় এলোপাথাড়ি গুলি। তৃণমূল নেতা দুলালের মৃত্যুর কারণ হিসাবে মূলত রাজনৈতিক ষড়যন্ত্রকেই বলে দাবি করেছেন স্ত্রী চৈতালি সরকার।
আর এবার খোদ বিধায়ক মেনে নিলেন গোষ্ঠীদ্বন্দ্ব এর কারণেই মালদায় খুন হয়েছেন তৃণমূলকর্মী।
এই খুনের পিছনে গোষ্ঠীদ্বন্দকে দায়ী করা হচ্ছে। তিনি বলেন, দলে ক্রমশ বাড়ছে অসৎ লোকের সংখ্যা। বিস্ফোরক দাবি তুললেন তৃণমূল বিধায়ক। তিনি বললেন, 'এ বলছে সভাপতি হবে, ও বলছে সভাপতি হবে, আর তাই ঘিরে সংঘাত। দলের শীর্ষ নেতৃত্বের কথা কেউ শুনছে না।'