নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ জোরালো হচ্ছে। এই প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের সুতি এলাকা। পুলিশ ও অবরোধকারীদের সংঘর্ষের মাঝে আহত হয় ১৬ বছরের এক কিশোর। জানা যায়, মাসির বাড়ি থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হয় ওই কিশোর। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা, বেশ কিছুক্ষণ ধরে অবরোধ চলে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
/anm-bengali/media/media_files/2025/04/12/1000186029-631542.webp)
উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগণাতেও ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে আন্দোলন। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।