ফের বাংলায় বেহাল স্বাস্থ্যব্যবস্থার চিত্র প্রকাশ্যে। স্বামীকে কাঁধে করে সিটি স্ক্যান করাতে গেলেন স্ত্রী।আবারও এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকে গেল রাজ্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। দেখা গেল, স্বামীকে কাঁধে করে সিটি স্ক্যান করাতে এলেন স্ত্রী। হাসপাতালে হুইল চেয়ার নেই! রায়গঞ্জ মেডিক্যালে স্ত্রীর কাঁধে চড়েই সিটি স্ক্যান করাতে এলেন স্বামী।
সূত্রের খবর, চার-পাঁচ দিন আগে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মণের পা ভাঙে। কিন্তু রায়গঞ্জ মেডিক্যালে চিকিৎসা করাতে এসে হুইল চেয়ার পাননি তিনি। তাই স্ত্রীর কাঁধে চড়েই সিটি স্ক্যান করাতে এসেছেন তিনি।
তবে এই ঘটনা নতুন নয়। ছত্তিশগড়ের একটি জেলায় মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছিল। দেখা যায়, সাত বছরের মেয়ের মৃত্যুর পর শববাহী যান না পেয়ে তার মৃতদেহ কাঁধে নিয়ে হেঁটেছিলেন বাবা। ১০ কিলোমিটার হেঁটে বাড়িতে গিয়েছিলেন সাত বছরের মেয়েটির বাবা। এই দৃশ্য প্রকাশ্যে আসতে সে সময় নড়েচড়ে বসেছিল প্রশাসন।