সরকারী হাসপাতালের সিসিইউ ইউনিটে উদ্ধার হল সাপ, আতঙ্ক

আতঙ্ক ছড়ালো হাসপাতাল চত্বরে।

author-image
Adrita
New Update
123

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: এবার সরকারী হাসপাতালের ভেতর সাপ, তাও আবার গুরুত্বপূর্ণ বিভাগ সিসিইউ ইউনিটে। যাকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সূত্র মারফত জানা গিয়েছে যে, আজ সকালে এই সাপটিকে দেখতে পান হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। সাথে সাথে খবর দেওয়া হয় বন দফতরকে এবং এক সর্প প্রেমীকে। এরপর তড়িঘড়ি ওই সর্পপ্রেমী এসে সাপটিকে নিয়ে যায় জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য। 

সূত্রের খবর গতকালই এই সাপটি ঢুকে পড়েছিল মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটে। আজ সেই সাপটিকে এই ইউনিটের ভেতর ফের ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। এ ক্ষেত্রে উল্লেখ্য যে, বেশ বড় ধরণের বিপদ থেকে প্রাণে বাঁচানো গিয়েছে রোগীদের। সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এর আগেও এইও হাসপাতালের জরুরি বিভাগের সামনে দেখা মিলেছিল বিষাক্ত সাপের। সেইবারও আতঙ্ক ছড়িয়েছিল রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে। এই ঘটনার রেশ কাটতে না কাটতে, ফের আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সিসিইউ ইউনিটে সাপ ঢুকে পড়ার ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরের পরিষ্কার পরিছন্নতার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওয়ার্ড মাস্টার অপূর্ব দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ' আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। '