নিজস্ব সংবাদদাতা : আজ ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে এক বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন মুর্শিদাবাদের বেশকিছু বিক্ষোভকারী। আর এবার এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র অশান্তির ছবি দেখা গেল, মুর্শিদাবাদের জঙ্গিপুরে। প্রথম থেকেই এই বিক্ষোভ সমাবেশ বেশ শান্তিপূর্ণ ভাবেই চলছিল। কিন্তু এরপর ধীরে ধীরে এই সমাবেশে বাড়তে শুরু করে লোকসংখ্যা। একসময় পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠতে শুরু করে।
/anm-bengali/media/media_files/2025/04/08/kUQCaze4yrfYpovIkdLO.jpeg)
তখন পুলিশকে এই সমাবেশে হস্তক্ষেপ করতে হয়। এরপরেই বদলে যায় ছবি। ক্রমেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিবেশ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ক্রমে এই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে, একসময় পুলিশের গাড়িতেই আগুন লাগিয়ে দেন বিক্ষোভকারীরা। এই ঘটনায় আক্রান্ত হয়েছেন বেশ কিছুজন পুলিশ।