ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে জ্বালিয়ে দেওয়া হল পুলিশের গাড়ি! চরম বিশৃঙ্খলায় আহত দুই

ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদেওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের উমরপুরে চরম উত্তেজনা দেখতে পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
bhangar clash.webp

নিজস্ব সংবাদদাতা:  ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর ফের হিংসার ছায়া নামল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মঙ্গলবার দুপুরে উমরপুর এলাকায় ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আয়োজিত প্রতিবাদ মিছিল মুহূর্তেই রূপ নেয় হিংসাত্মক সংঘর্ষে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাথরবৃষ্টি, টিয়ার গ্যাস, গাড়িতে আগুন— পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়।

পুলিশ সূত্রে খবর, উমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। পুলিশ সেই অবরোধ তুলতে গেলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হন অন্তত দু’জন পুলিশকর্মী। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা পুলিশের অন্তত দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার জেরে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। প্রায় দুই ঘণ্টা ধরে চলে পুলিশ ও জনতার মধ্যে খণ্ডযুদ্ধ। এখনও পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও, জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে।

indian parliament (1).jpg

সূত্রের খবর, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তেজনা ছড়িয়েছিল জঙ্গিপুর মহকুমার বিভিন্ন অংশে— সুতি, সামশেরগঞ্জ ও রঘুনাথগঞ্জ এলাকায় পালা করে বিক্ষোভ চলছিল। মঙ্গলবার সেই প্রতিবাদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় উমরপুরে।

জাতীয় সড়ক অবরোধ, আগুন লাগানো, জনতার হুঁশিয়ারি দেওয়া হয়। প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা, এই বিক্ষোভ হালকাভাবে নেওয়ার মতো নয়। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বিল প্রত্যাহার না হলে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি চলছে।

এদিকে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবরোধ মুক্ত করতে রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত বাহিনী। শান্তি বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতার আবেদন জানিয়েছে পুলিশ।