নিজস্ব সংবাদদাতা: চলতি এপ্রিল মাসে মেরামতির কাজের জন্য পাঁচদিন বন্ধ থাকবে বাংলা-সিকিম সংযোগকারী লাইফলাইন — ১০ নম্বর জাতীয় সড়ক। সোমবার জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে সমস্যায় পড়তে চলেছেন বহু পর্যটক ও যাত্রী।
জানা গিয়েছে, জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন কর্তৃপক্ষ (NHIDCL) এবং কালিম্পং জেলা প্রশাসন যৌথভাবে সড়ক মেরামতির সিদ্ধান্ত নিয়েছে। রাস্তা বন্ধ থাকবে ধাপে ধাপে, টানা নয়। কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রহ্মণ্যম টি জানিয়েছেন, রাস্তার একাধিক জায়গায় কাজ চলবে। তাই বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে গাড়ি চালকদের।
রাস্তা বন্ধের সময়সূচি:
প্রথম দফায়: ৯ এপ্রিল ও ১০ এপ্রিল
দ্বিতীয় দফায়: ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত (তিন দিন)
/anm-bengali/media/media_files/2025/04/08/G9ypOrntb4jyOQASDGiZ.JPG)
তবে এই সময় ছোট গাড়িগুলোর জন্য কিছুটা ছাড় রাখা হয়েছে। সকাল ৬টা থেকে ৭টা, ৮টা থেকে ৯টা এবং প্রতি ঘণ্টা অন্তর বিকেল ৫টা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমায় ছোট গাড়ি চলাচল করতে পারবে। ভারী যানবাহনের উপর এই সময় সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।
উল্লেখ্য, গত বছর তিস্তা নদীর হড়পা বান এবং লিকুভির ও বিড়িকদাড়া এলাকায় ভাঙনের জেরে সড়কের অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। তারই মেরামত ও প্রতিরক্ষামূলক কাজের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এনএইচআইডিসিএল-এর তরফে জানানো হয়েছে, সেবক থেকে রংপো পর্যন্ত অংশে সড়ক বন্ধ থাকবে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং যান চলাচলে নিরাপত্তা বজায় থাকে, সে কারণে সময়সীমা মেনে রুট পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যটকদের জন্য সতর্কবার্তা: যাঁরা ওই সময়ে উত্তরবঙ্গে বা সিকিমে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাঁদের যাত্রা শুরুর আগে সড়কের পরিস্থিতি ও বিকল্প রুট সম্পর্কে খোঁজখবর নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।