নিজস্ব সংবাদদাতা: এসএসসি নিয়োগ দুর্নীতির প্রতিবাদে চাকরিহারা শিক্ষকদের নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে তিনি চাকরিহারা শিক্ষকদের একাংশকে নিয়ে মিছিল করে পৌঁছে গেলেন সল্টলেকের এসএসসি অফিস পর্যন্ত। যদিও এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা হয়নি, ফলে এদিন খালি হাতেই ফিরতে হয়েছে তাঁকে।
এর আগে নিজ বাসভবনে ‘যোগ্য’ চাকরিহারা প্রার্থীদের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, এখনও যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব — রাজ্য সরকার সহযোগিতা করলে এই কাজ সহজেই সম্পন্ন হতে পারে। তাঁর মতে, ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে প্রকাশ করা হলে স্বচ্ছতা বজায় থাকবে এবং যোগ্যদের চাকরি ফেরত দেওয়া সম্ভব হবে।
সাংসদ বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে পারেননি মুখ্যমন্ত্রী। এসএসসি দুর্নীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। এবার যোগ্য–অযোগ্যর তালিকা প্রকাশের দাবিতে আন্দোলন জোরদার হবে।”
/anm-bengali/media/media_files/2025/04/07/pBG8XCA98hF3aW99lHX5.jpg)
মিছিলে তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী কৌস্তভ বাগচীও। তবে অফিসের ভিতরে প্রবেশ করলেও এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে কোনও আলোচনার সুযোগ মেলেনি।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন — যোগ্যরা বঞ্চিত হবেন না, এই লড়াই চলবে রাজনীতি নয়, ন্যায়ের প্রশ্নে।