পিংলার মেডিসিন দোকানে চোরের উপদ্রব

পিংলার মেডিসিন দোকানে ক্যাশ বাক্স সাফাই চোরের, সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ ।

author-image
Jaita Chowdhury
New Update
টেলি মেডিসিন পরিষেবায় অনন্য নজির রাজ্যের

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের আকনাগেড়িয়া এলাকায় একটি মেডিসিন দোকানে কেউ না থাকার সূযোগ বুঝে ক্যাসবাক্স সাফাই করল চোর। আর ঘটনার ছবি নজরবন্দী হয়েছে। তিন আগের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রকাশ্যে এই ভাবে চুরির ঘটনায় ইতিমধ্যে পিংলা থানায় অভিযোগ দায়ের করেছে মেডিসিন দোকানের মালিক। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পিংলা থানার পুলিশ। যদিও মঙ্গলবার সকাল পর্যন্ত ওই চোরের হদিস পায়নি পিংলা থানার পুলিশ।

ইন্দোরে আন্তঃরাজ্য গাড়ি চোর চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫