নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের, মাদপুর এলাকায় খড়্গপুর ২ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের ডাকে, ধন্যবাদজ্ঞাপন মিছিল করা হল মঙ্গলবার। প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষিকার সামাজিক সম্মান ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ অটুট রাখার জন্য, এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতি মানবিক পদক্ষেপের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদজ্ঞাপন মিছিল হল এদিন।
/anm-bengali/media/media_files/M3yzRkaXVVRBPQZyQhQa.jpg)
এই মিছিলে উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক অজিত মাইতি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। মাদপুর বাজার জুড়ে এই মিছিল হয় এদিন।