BREAKING : সংসদ ভবনে প্রতিরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক ! নেওয়া হবে কোনও বড় সিদ্ধান্ত ? দেখুন বড় খবর
BREAKING : সারা দেশ মোদির সাথে আছে ! এবার মোদির প্রশংসা করলেন এই হেভিওয়েট নেতা
উপলক্ষ্য জগন্নাঘ মন্দিরের উদ্বোধন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে সৈকত নগরী দিঘা!
BREAKING : বড় কিছু চিন্তা করছেন মোদি, কিছু একটা ঘটবেই ! বড় দাবি করলেন হেভিওয়েট বিজেপি নেতা
তিন দিন বৃষ্টিপাত হবে, ঝড় ও প্রবল বজ্রপাতের সতর্কতা! আবহাওয়ার পরিবর্তন হবে
BREAKING : ৬৩ হাজার কোটি টাকার ডিল ! ভারতের হাতে আসছে আরও ২৬টি রাফাল
পাকিস্তানি মেয়েদের এবং পুরুষদের ভারতে বিয়ে! কী উদ্দেশ্য? দেখতে বললেন এই সাংসদ
BIG BREAKING: নীরব বিধানসভা
"পাকিস্তানি এজেন্ট, রাহুল গান্ধী এবং তার নেতারা বিশ্বাসঘাতক"- বিজেপি সাংসদের সোজা নিশানা!

গুজবে চরম বিশৃঙ্খলা বাংলাদেশে! ভাঙচুর করা হল বাটা, পিৎজা হাট, কেএফসি-র দোকান

বাংলাদেশে ভাঙচুর করা হল বাটা, পিৎজা হাট, কেএফসি-র দোকান।

author-image
Tamalika Chakraborty
New Update
Bangladesh

নিজস্ব সংবাদদাতা:  গাজায় ইজরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। সেই প্রতিবাদে রাস্তায় নামল সাধারণ মানুষ। তবে প্রতিবাদের নামে কিছু এলাকায় দেখা গেল চরম বিশৃঙ্খলা। সিলেট-সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক আন্তর্জাতিক সংস্থার দোকানে চলে ভাঙচুর ও লুটপাট। হামলার নিশানা হয়েছে বাটা, পিৎজা হাট, কেএফসি-র মতো দোকানগুলিও।

এই পরিস্থিতিতে মুখ খুলেছে জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে— ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের সঙ্গে তাদের কোনও রাজনৈতিক যোগ নেই।

বাটার তরফে জানানো হয়েছে, "বাটা কোনও ইজরায়েলি সংস্থা নয়। আমাদের প্রতিষ্ঠা চেক প্রজাতন্ত্রে। বাংলাদেশে আমাদের ব্র্যান্ডকে ঘিরে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই ভুল তথ্য ছড়ানোর কারণেই আমাদের আউটলেটে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।”

Bangladesh

বাটার দাবি, যে অপপ্রচারের ভিত্তিতে তাদের দোকানে হামলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন যাচাই না করে কোনও ভুয়ো তথ্যে বিশ্বাস না করেন।

এই ঘটনার পর, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে এই গুজব ছড়ানো এবং ভাঙচুরের ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে।