নিজস্ব সংবাদদাতা: গাজায় ইজরায়েলের সামরিক হামলার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। সেই প্রতিবাদে রাস্তায় নামল সাধারণ মানুষ। তবে প্রতিবাদের নামে কিছু এলাকায় দেখা গেল চরম বিশৃঙ্খলা। সিলেট-সহ দেশের বিভিন্ন প্রান্তে একাধিক আন্তর্জাতিক সংস্থার দোকানে চলে ভাঙচুর ও লুটপাট। হামলার নিশানা হয়েছে বাটা, পিৎজা হাট, কেএফসি-র মতো দোকানগুলিও।
এই পরিস্থিতিতে মুখ খুলেছে জনপ্রিয় জুতো প্রস্তুতকারী সংস্থা বাটা। সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে— ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের সঙ্গে তাদের কোনও রাজনৈতিক যোগ নেই।
বাটার তরফে জানানো হয়েছে, "বাটা কোনও ইজরায়েলি সংস্থা নয়। আমাদের প্রতিষ্ঠা চেক প্রজাতন্ত্রে। বাংলাদেশে আমাদের ব্র্যান্ডকে ঘিরে যে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। এই ভুল তথ্য ছড়ানোর কারণেই আমাদের আউটলেটে হামলা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।”
/anm-bengali/media/media_files/2024/12/01/1000114773.jpg)
বাটার দাবি, যে অপপ্রচারের ভিত্তিতে তাদের দোকানে হামলা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন যাচাই না করে কোনও ভুয়ো তথ্যে বিশ্বাস না করেন।
এই ঘটনার পর, দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি তদন্ত শুরু হয়েছে এই গুজব ছড়ানো এবং ভাঙচুরের ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খুঁজে বের করতে।