নিজস্ব সংবাদদাতা : ২০ বছর স্বশ্রম কারাদন্ডের নির্দেশ। শবর নাবালিকা কে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষন করার অপরাধে এবং তার জেরে নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া ও পরে সেই নাবালিকাকে বিয়ে করতে অস্বীকার করার দায়ে এই সাজা ঘোষনা হল। আজ মহামান্য অ্যডিসনাল ডিস্ট্রিক্ট জাজ ২ এই সাজা ঘোষনা করেন।ঘটনাটি জাম্বনী থানার কেস নাম্বার ৪২/২৪ ডেটেড ৪.৫.২৪। ৩৭৬/২/এন, ৪১৭/৪/৬ পক্সো ধারা এবং এসসিএসটি ধারায় এই কেশ শুরু হয়। ঝাড়গ্রাম জেলার জাম্বনী থানার দইচাকুরিয়া গ্রামে এক শবর নাবালিকা কে ভালোবাসা ও বিয়ের নামে একাধিক বার ধর্ষন করে সমির মাহাত। পরে ঐ নাবালিকা অন্তঃসত্ত্বা হলে এবং বিয়ের কথা বললে ঐ যুবক তা অস্বিকার করে। এর পরেই জাম্বনী থানায় ঐ নাবালিকা অভিযোগ দায়ের করলে ওই যুবক কে গ্রেপ্তার করে কেশ শুরু করে জাম্বনী থানা।
৩৭৬/২এন, ৪১৭, এবং ৬ পক্সো অ্যাক্টে তাকে আজ দোষিসাব্যস্ত করা হয়। গত ৪/৫/২৪ তারিখে এই মামলা শুরু হয়। চার্জশিট হয়, ১৩/০৬/২৪ তারিখে। এবং চার্জ ফ্রেম হয় ৩০/০৭/২৪ তারিখে। ১৭/০৯ এ সাক্ষ্য গ্রহন শুরু হয়। মোট ১৩ জন সাক্ষী দেন।
/anm-bengali/media/media_files/1000061381.jpg)
এই মামলায় গতকাল মহামান্য আদালত সমির মাহাত কে দোষী সাব্যস্ত করে এবং আজ তার ২০ বছর স্বশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১ আরও মাস জেল হয়। ভিক্টিম কে সরকারি তরফে ৩ লক্ষ্ টাকা অনুদান এর নির্দেশ দেওয়া হয়,এবং তার বাচ্চার ভরন পোষন এর জন্য ডিসিপিও কে নির্দেশ দেওয়া হয়।