কালবৈশাখীর হানা! ৬০ কিমির ঝড়ে কাঁপবে দক্ষিণবঙ্গ, ৯ জেলায় সতর্কতা জারি
কার জীবনে প্রেম? কার জীবনে খরচ? কন্যা, তুলা ও বৃশ্চিকের ভাগ্যে কী লেখা আছে আজ? জানুন
মকর-কুম্ভ-মীনের জীবনে টানাপোড়েন! সাহস, প্রেম আর তর্কের সংঘাতে কেমন যাবে দিনটা?
মঙ্গলবার মানেই মিরাকেল! তিন রাশির জীবনে বাজবে উন্নতির ঘণ্টা
ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী পুতিন, বাইডেন ও জেলেনস্কি— বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প
সুদানে RSF-এর আক্রমণে মানবিক বিপর্যয়, নিহত ৪০০ ছাড়িয়েছে
ট্রাম্পের শুল্ক ছাড়ের ভাবনা— গাড়ি শিল্পকে রক্ষা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা
আন্তর্জাতিক মঞ্চে ড. আম্বেদকরকে সম্মান
বিপদে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়— ট্রাম্পের প্রস্তাবে না! জানুন বিস্তারিত

দূষণের আঁচ, কারখানার গেট বন্ধ করে দিল খড়গপুর জনজাগরণ কমিটি

দূষণের প্রতিবাদে মিছিল, আর সেই মিছিল করে গিয়ে কারখানার গেটে তালা ঝোলালো এলাকার বাসিন্দারা।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-28 at 13.30.26

File Picture

নিজস্ব সংবাদদাতা: খড়গপুরের পাঁচবেড়িয়া-ওয়ালিপুর এলাকায় রেশমির গ্রুপের কারখানা বন্ধ করে দিল খড়গপুর জনজাগরণ কমিটি। এলাকার বাসিন্দাদের দাবি মেনে কারখানা সরানো না হলে কারখানা কোনভাবেই চলতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে কমিটি। 

পাঁচবেড়িয়া ওয়ালীপুর এলাকায় রেশমি তাদের কারখানার কাজ শুরু করে। খড়গপুরে দূষণ ছড়াবার অভিযোগ দীর্ঘদিন ধরেই এই কারখানার বিরুদ্ধে উঠছে। তাই স্থানীয় বাসিন্দারা কারখানার বিরোধীতা প্রথম থেকেই শুরু করেন। কিন্তু সাধারণ মানুষদের কথা না শুনে কাজ চালিয়ে যেতে থাকে কারখানা কর্তৃপক্ষ। 

vsrtu67u

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য বিভিন্ন এলাকায় একাধিক পথসভা করে জনজাগরণ কমিটি। খড়গপুরের মহকুমা শাসকের কার্যালয়ে স্মারকলিপিও দেওয়া হয়। কারখানায় চুল্লি তৈরির কাজ সাময়িক বন্ধ রাখলেও সম্প্রতি আবার সেই কাজ জোরকদমে শুরু করেছে কর্তৃপক্ষ, এমনটাই জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তারই প্রতিবাদে মিছিল করে কারখানার গেটে হাজির হন এলাকার বাসিন্দারা। 

vq12wst5dff

তারা কারখানা চত্বর থেকে কর্মরত ঠিকা কর্মীদের বের করে দেন। তারপরে কারখানা গেট বন্ধ করে খড়গপুর জনজাগরণ কমিটির ব্যানার ঝুলিয়ে দেন। সেখানেই দেখান বিক্ষোভ। তাঁদের দাবি একটাই, কারখানা সরাতে হবে অন্যত্র। অন্যথায় কারখানার গেটে তালাই ঝোলানো থাকবে।