নিখোঁজ বিজেপি কর্মীর মিললো দেহ, ‘বদলা’র বার্তা দিলেন সুকান্ত

তাঁকে খুন করা হয়েছে, এমনই মারাত্মক দাবি করেছেন বিজেপি কর্মীর বাবা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
sukanta k2

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুরে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলেই জানা যাচ্ছে। তাঁকে খুন করা হয়েছে, এমনই মারাত্মক দাবি করেছেন বিজেপি কর্মী পৃথ্বীরাজ নস্করের বাবা।

এবার এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার বিবরণ দিয়ে সুকান্ত মজুমদার লেখেন, “পশ্চিমবঙ্গকে রক্ষার তাগিদে দুর্বৃত্তদের বিরুদ্ধে লড়াইয়ে আবার শহীদ হলেন ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সৈনিক। তিনদিন নিখোঁজ থাকার পর আজ মথুরাপুর সাংগঠনিক জেলার সোশ্যাল মিডিয়া কনভেনর পৃথ্বীরাজ নস্করের নিথর দেহ উদ্ধার হয়েছে মন্দিরবাজারের দলীয় কার্যালয়ের ভিতর থেকে। কয়েকদিন আগে তাঁকে তাঁর নিজের এলাকা থেকেই তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীবাহিনী। নৃশংস খুনের আগে পৃথ্বীরাজের উপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। পুলিশের কাছে ওর পরিবার একাধিকবার সহায়তা চাইলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকার পুলিশ-প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকে”।

sukanta

“সাম্প্রতিক অতীতেও শুধুমাত্র নির্বাচন পরবর্তী সন্ত্রাসে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে বিজেপি কর্মী সমর্থকদের উপর অকথ্য নির্যাতন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের বহু সক্রিয় কর্মীর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে। এই ঘটনাও আরও একবার প্রমাণ করে দিল রাজ্যের জনবিচ্ছিন্ন, নৃশংস এবং রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা ভয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করেও রাজ্যের প্রতিটি বিজেপি কর্মীর সুরক্ষার জন্য লড়বো। রাজ্যকে বাঁচানোর সংকল্পে রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে, চলবে”।

Death