হাঁসফাঁস গরমে মিললো স্বস্তি, জেলায় নামলো বৃষ্টি!

ধান চাষে ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা চাষীদের।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-12 at 20.23.01

File Picture

নিজস্ব সংবাদদাতা: তীব্র দাবদাহ থেকে জেলাবাসীকে মুক্তি দিল সন্ধ্যার আচমকা বৃষ্টি৷ তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি হল শনিবার সন্ধ্যার পর। পশ্চিম মেদিনীপুরের সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, বেলদা সহ একাধিক এলাকায় প্রবল ঝড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হল এবার।

ঘণ্টাখানেকের এই বৃষ্টি দেখে সাধারণ মানুষের আশা এবার তাবপ্রবাহ থেকে আগামী কয়েকদিন খানিকটা হলেও রেহাই পাওয়া যাবে। একদিকে গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও, অন্যদিকে ধান কাটার মরশুমে প্রবল ঝড় বৃষ্টিতে মাথায় হাত পড়েছে চাষীদের। 

 West Bengal | thunderstorms | Rain | Weather | Cooch Behar | Jalpaiguri | Alipurdua

অধিকাংশ চাষী মাঠে ধান কেটে ফেলেছেন। কেউ আবার ধান ঝেড়ে খামারে রেখে দিয়েছেন। আর এমন সময় এই বৃষ্টির জেরে ধান ক্ষতির সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা চাষীদের।