কামদুনি রায়! দেরিতে হলেও শুভেন্দুকে জবাব কুণালের

কামদুনি রায় নিয়ে এবার শুভেন্দু অধিকারী বনাম কুণাল ঘোষ। নতুন করে লড়াই শুরু কামদুনির। আজও সুবিচারের আশায় হাহাকার। ১০ বছরের লড়াই ব্যর্থ! হতাশ হাইকোর্টের রায়ে।

author-image
Pallabi Sanyal
New Update
suvendu kunal.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কলকাতা হাইকোর্টের কামদুনি রায়ের প্রতিবাদে মঙ্গলবারই দিকে দিকে সংঘটিত হয়েছে প্রতিবাদ মিছিল। ফের পথে নেমেছিল গোটা কামদুনি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল হয় কামদুনিতে। কামদুনি রায়ে অভিযুক্তদের ফাঁসির সাজা রদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তোলেন বিজেপি নেতা। এক্স হ্যান্ডেলে প্রতিবাদ মিছিলের ছবি ও ভিডিও পোস্ট করে লেখেন, ''রাজ্য সরকার যে শুধু বাংলার মেয়েকে নিরাপত্তা বা সুরক্ষা দিতে ব্যর্থ হয়ে তা নয়,  দুর্ভাগ্যবশত এই জঘন্য অপরাধের দোষীদের উপযুক্ত শাস্তিও নিশ্চিত করতে পারেনি।'' নির্যাতিতার পরিবার সহ কামদুনির প্রতিবাদকারীদের শুভেন্দু আশ্বাস দিয়েছেন সর্বোচ্চ আদালতে ন্যায়বিচারের সন্ধানে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা করার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে যেমন পোস্ট করেছেন তেমন পাল্টা জবাব পেলেন এবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের কাছ থেকে। 
শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়-তৃণমূল-সরকারকে নিয়ে যাই পোস্ট করুন না কেন সবার প্রথমে গর্জে ওঠেন কুণাল। এক্স হ্যান্ডেলে তাদের পোস্ট আর পাল্টা পোস্টের লড়াই নতুন নয়। তবে, এবারে খানিকটা দেরিতেই পাল্টা আক্রমণ এল কুণালের তরফে। শুভেন্দু পোস্ট করেছেন মঙ্গলবার আর কুণাল জবাব দিলেন বুধবার সকালে। তৃণমূলের মুখপাত্র বিরোধী দলনেতাকে অবহিত করিয়ে দেন যে, রাজ্য সরকার ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।  রাজ্য সরকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে ভুক্তভোগীর পরিবার যেন  তাদের যথাযথভাবে প্রাপ্য ন্যায়বিচার পায়। কোনো দুর্বৃত্তই রেহাই পাবে না। শুভেন্দুকে শুরুতেই এ নিয়ে খোঁচা দেন কুণাল। লেখেন,  ''যদি আপনাকে এখনও  অবহিত না করা হয় তবে আমি আপনাকে বলি...।''

প্রসঙ্গত, কামদুনির প্রতিবাদীদের মধ্যে অন্যতম মৌসুমী ও টুম্পা কয়ালরা আগেই সুপ্রিম কোর্টে যাওয়ার কথা জানিয়েছিলেন। গতকালের মিছিল থেকে টুম্পা বলেন, আজকে তারা শীর্ষ আদালতে যাওয়ার কথা ভাবছেন। এদিকে সুপ্রিম কোর্টে আপিল করাটাও খরচ সাপেক্ষ। ইতিমধ্যেই ফান্ড গঠনের আহ্বান দিয়েছেন বর্ষীয়ান নিজেপি নেতী তথাগত রায়। পাশে রয়েছেন শুভেন্দুও। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। পরিস্থিতি কোন দিকে এগোয় সেটাই এখন দেখার। 

 

 

 

 

hiring.jpg