হরি ঘোষ, লাউদোহা : ১৮৬৯ সালের ২ অক্টোবর জন্মগ্রহণ করেন মোহনদাস করম চাঁদ গান্ধী। জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনে পালিত হয় গান্ধী জয়ন্তী। দিনটি ভারতের তিনটি জাতীয় ছুটির মধ্যে একটি। এই দিনটি সারা দেশে সমান মর্যাদার সঙ্গে পালিত হয়। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত এর ব্যতিক্রম হয়নি। রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হলো। এর পরেই মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করল তৃণমূল আশ্রিত পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের প্রায়ই সকল সদস্যরা। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদী, তৃণমূল অঞ্চল সভাপতি, গৌতম ঘোষ, ছিলেন পঞ্চায়েতের উপপ্রধান গঙ্গাধর গোস্বামী। অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, ''তৃণমূল কংগ্রেস দেশের মনীষীদের কথা ভোলেনি। দেশের সমস্ত মনীষীদের জন্ম ও মৃত্যুবার্ষিকী শ্রদ্ধার সঙ্গেই পালন করা হয়।'' গৌতম বাবু বলেন, ''রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর কাছ থেকে আমাদের ত্যাগ সম্পর্কে শিক্ষা নেওয়া উচিত। গান্ধী জয়ন্তীর এই শুভদিনটি জাতীয় সংগীত গেয়ে শেষ করা হলো পঞ্চায়েতে। এরপর পঞ্চায়েতে আগত সকল অতিথি ও সদস্যদের মিষ্টিমুখ করানো হলো।''