'সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দেবে!' : দিলীপ ঘোষ

'ভারতের যদি ইচ্ছে হয়, পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
dilip ghoshhq1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ‘বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের উপর, না হলে আমাদের রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা পিটিয়ে ঠান্ডা করে দেবে’। বাংলাদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের। বিজেপির সদস্য পদ সংগ্রহ অভিযানে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি জায়গা ঘুরে সদস্যতা অভিযান করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। আর সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের ফৌজিদের নিয়ে একাধিক মন্তব্য করতে শোনা যায় তাকে। 

আজ তিনি নারায়ণগড় ব্লকের বেশ কয়েকটি অঞ্চল সহ একাধিক এলাকায় বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানে নামেন। সেখান থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “এক সময় আমরা আফগানিস্তানকে দেখেছি। সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের। তার পরিণামে সেই দেশটা প্রায় ২০-২৫ বছর পিছিয়ে গেছে। আজকে যেখানে বাংলাদেশের লোকেদের খাওয়া-দাওয়া কাজকর্ম নেই, চাকরি নেই। সেখানে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে”। 

b579h

“যে ভারতের উপর পুরোপুরি বাংলাদেশ নির্ভর। খাওয়া- পরা, থাকা জীবনযাত্রা থেকে ওষুধপত্র। মাথা খারাপ হলে এরকম করে লোকে। লাভটা কার হচ্ছে? ভারতের কি করতে পারবে ওরা? ভারতের যদি ইচ্ছে হয়, পুরো ব্লক করে দেয় তাহলে ওই দেশটা পুরো শুকিয়ে যাবে। খেতেও পাবে না। ওষুধও পাবে না। বাংলাদেশের কৃতজ্ঞতা থাকা উচিত আমাদের প্রতি, আমরা চাইলে রাজ্যের সিভিক ভলেন্টিয়াররা বাংলাদেশকে পিটিয়ে ঠান্ডা করে দিবে”।

k6879