নিজস্ব সংবাদদাতা : অবশেষে চৈত্রের শেষদিকে এসে রাজ্যজুড়ে আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আজ, ৭ এপ্রিল সোমবার, আবহাওয়ার মেজাজ কিছুটা বদলাতে চলেছে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ—সব জেলাতেই দেখা দিতে পারে ঝড়-বৃষ্টি। এতে গরমের হাত থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে রাজ্যবাসীর।
/anm-bengali/media/media_files/8utbz69TOI46qriKRhLE.jpg)
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ থেকে আগামী কয়েকদিন দফায়-দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়াও বইতে পারে, যার ফলে তাপমাত্রা কিছুটা কমে আসবে। কলকাতাতেও আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে আপাতত তাপপ্রবাহের আশঙ্কা নেই।
অন্যদিকে, উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল সহ কিছু জেলাতেও আবহাওয়ার রং বদলাবে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের নানা জায়গায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব মিলিয়ে, রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির দাপটে স্বস্তি ফেরার আশা করছেন সাধারণ মানুষ।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
বাড়ির বাইরে বের হলে ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভাল, কারণ আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে। আবহাওয়ার এমন খামখেয়ালি রূপ আগামী কয়েকদিন বজায় থাকতে পারে বলেই মত আবহাওয়া দফতরের।