এবছর পুজোর প্ল্যান তুলে রাখুন, কেননা ঘরেই থাকতে হবে, বলছে আবহাওয়া

লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rain on Durga Puja

File Picture

নিজস্ব সংবাদদাতা: জোড়া ঘূর্ণাবর্ত, তার জেরে নিম্নচাপ। বানভাসি বাংলা আরও বড় দুর্যোগের মুখে। টানা বৃষ্টিতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে প্লাবিত এলাকা গুলিতে। জলস্তর বাড়ছে গ্রামে। কিন্তু এ বৃষ্টি কত দিনের? পুজোর মাত্র আর কয়েকটা দিন, পুজোতে কেমন থাকবে আবহাওয়া? আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মহালয়াতে বৃষ্টি হবে। আসন্ন পুজোতেও বৃষ্টিপাত জারি থাকবে। পুজোতে কলকাতা-সহ সব জেলাতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। 

৩০ তারিখ পর্যন্ত দুই বঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে ১ তারিখ থেকে আবার দুই বঙ্গে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Kolkata rain
File Picture

তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহারেও ভারী বৃষ্টি চলবে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। 

২৮ তারিখ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে ও হালকা মাঝারি বৃষ্টি চলবে ২৮ তারিখ পর্যন্ত। ২৯ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণের বাড়বে। ১ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা।

Rain on Durga Puja
File Picture

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুজোয় গোটা বাংলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে। অর্থাৎ লক্ষ্মীপুজো পর্যন্ত পিছু ছাড়বে না বৃষ্টি। 

Adddd