নিজস্ব সংবাদদাতা: এসএসকেএম হাসপাতালের চিকিৎসায় সন্তুষ্ট নন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা চেয়ে আদালতে আবেদন তার। "চিকিৎসা চালাচ্ছি, শারীরিক উন্নতিও হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর"। বিশেষ সিবিআই আদালতে জানালো এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। "বেসরকারি হাসপাতালে চিকিৎসা চাইলে করতে হবে নিজের খরচে নিজের ঝুঁকিতে", নিয়োগ দুর্নীতিতে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জানিয়ে দিল আদালত।