নিজস্ব সংবাদদাতা: সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন জনহিতকর প্রকল্প চালু করে সরকার মাঝে মাঝেই। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফে শুরু করা লক্ষ্মীর ভান্ডার (Lakkhir Bhandar) এবং স্বাস্থ্যসাথীর (Swasthya Sathi) মতো প্রকল্পগুলি ব্যাপক জনপ্রিয় হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের (Panchayet Vote) আগে বেকারদের স্বনির্ভর করতে বেশ কিছু পরিকল্পনার কথা ঘোষণা করেছে সরকার (State Govt)। এমন একটি প্রকল্প রয়েছে যেখানে আপনি আবেদন করলেই ৫,০০০ টাকা পাবেন। স্বনির্ভর হতে চাইছেন এমন মৎস্যচাষীরা আবেদন করতে পারেন। মোট ৯,০০০ জন ৫,০০০ টাকার অনুদান পাবেন। ১,০০০ টাকা দেওয়ার পর সেই টাকায় মাছের চারা কিনে পুকুরে ছাড়ার ইউটিলাইজেশন সার্টিফিকেট থাকলেই বাকি টাকা পাবেন।