দেশের সমস্ত শহরের মধ্যে কলকাতায় অপরাধ হার সব থেকে কম, কী রিপোর্ট দিলেন কুণাল ঘোষ

কুণাল ঘোষ বলেন, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী কলকাতায় অপরাধের হার অন্যান্য শহরের তুলনায় সব থেকে কম। দিল্লি অপরাধ নথিভুক্তের রেকর্ডে শীর্ষে রয়েছে। কোচি, ইন্দোর, জয়পুরেও অপরাধ নথিভুক্তের হার উল্লেখযোগ্য বেশি।

author-image
Tamalika Chakraborty
New Update
111

নিজস্ব সংবাদদাতা:   সোমবার রাতে কুণাল ঘোষ টুইট করে বলেন, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশের সমস্ত শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সব থেকে কম, যেখানে জাতীয় রাজধানী দিল্লিতে অপরাধ নথিভুক্তের রেকর্ড সর্বোচ্চ। দিল্লিতে  যেখানে অপরাধের হার প্রতি এক লক্ষ নাগরিকের মধ্যে ১৯৫২.৫, কলকাতায় মাত্র ৮৬.৫। স্বরাষ্ট্র মন্ত্রকের NCRB বিভাগের রিপোর্ট অনুযায়ী, কোচি, ইন্দোর, জয়পুর এবং পাটনায় প্রতি এক লক্ষ নাগরিকের মধ্যে হাজারের ওপরের মানুষের অপরাধের অভিযোগ নথিভুক্ত করে।’