নিজস্ব সংবাদদাতা: যাদবপুর কাণ্ডে (Jadavpur University Chaos) এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ কলকাতা পুলিশের (Kolkata Police)। ঘটনার সপ্তাহ পেরিয়েছে। তদন্তে কলকাতা পুলিশ। এদিন শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড পুলিশের। সূত্রের খবর, ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/03/cuzICgOm8RYpk1wc3n7n.JPG)