নিজস্ব সংবাদদাতা : এবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি ফের একবার দেখা গেল রাজারহাটে। আর এই বিষয়কে কেন্দ্র করেই এবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে সমগ্র রাজারহাট জুড়েই। আজ সল্টলেক রাজারহাটের দক্ষিণনারায়ণ এলাকায়, এই গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করেই প্রায় চার রাউন্ড গুলি চলেছে। এই এলাকার কুখ্যাত দুষ্কৃতী শেখ আজাদের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ উঠে এসেছে।
/anm-bengali/media/media_files/M7QHrh8i1UpGuESVTRk5.webp)
মূলত গোষ্ঠীকোন্দলের জেরেই, এই এলাকার এক ব্যক্তির বাড়িতে, আজ হামলা চালায় 'তৃণমূল বিধায়ক ঘনিষ্ট' দুষ্কৃতী শেখ আজাদ। একসময় এই গোষ্ঠীকোন্দলকে কেন্দ্র করেই প্রায় চার রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনার পর এলাকার সমস্ত মানুষ ব্যাপক আতঙ্কের মধ্যে রয়েছেন।