নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদে অন্যতম মুখ। এবাত চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে বদলি করা হল দার্জিলিঙে। দার্জিলিঙের টিবি হাসপাতালের সুপার পদে বদলি সুবর্ণ গোস্বামীকে। বর্ধমানে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরে ডেপুটি CMOH টু পদে কর্মরত ছিলেন সুবর্ণ গোস্বামী।
ঘটনার প্রতিক্রিয়ায় কী বললেন চিকিৎসক? শাসকের চোখে চোখ রেখে, শিরদাঁড়া ঋজু রেখে লড়াই চলবে, প্রতিক্রিয়া সুবর্ণ গোস্বামীর। রুটিন বদলি, প্রতিক্রিয়া স্বাস্থ্য দফতরের।
/anm-bengali/media/media_files/wgipOWeTVSh079kJ0qKs.jpg)