নিজস্ব সংবাদদাতা: ফের আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) ছাত্রের রহস্যমৃত্যু। রবিবার সকালে তাঁর ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খুন নাকি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম শাওন মল্লিক। কসবা এলাকার বাসিন্দা ওই ছাত্র খড়গপুর আইআইটির ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং শাখার তৃতীয় বর্ষের পড়ুয়া। রবিবার সকালে খড়গপুরের আজাদ হল থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী। তদন্তের জন্য আনা হয়েছে স্নিফার ডগও।
মেধাবী ছাত্রেরআকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।