৭৮ বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা : বিস্তারিত জানুন!

ইউক্রেনের যুদ্ধের ফলে প্রাকৃতিক পরিবেশে ব্যাপক ক্ষতি হচ্ছে, যার প্রভাব ৭৮ বিলিয়ন ডলারের বেশি হতে পারে, দাবি করছে জার্মান গবেষকরা।

author-image
Debapriya Sarkar
New Update
Ukraine

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনে চলমান যুদ্ধের ফলে দেশটির পরিবেশে ব্যাপক ক্ষতির সৃষ্টি হচ্ছে। এই ক্ষতির পরিমাণ আগামীতে ৭৮ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, বলে জানিয়েছেন জার্মান গবেষকরা। তারা এ পর্যন্ত যে তথ্য সংগ্রহ করেছেন, তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধের কারণে লক্ষ লক্ষ একর জমি খনন করা হচ্ছে, বনাঞ্চল পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সামুদ্রিক জীবন ধ্বংস হচ্ছে। এসব পরিবেশগত ক্ষতির ফলে শুধু দেশের প্রাকৃতিক পরিবেশই বিপর্যস্ত হচ্ছে না, বরং বৈশ্বিক পরিবেশের ওপরও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

ss-220224-ukraine-russia-conflict-01.jpg

গবেষকরা সতর্ক করেছেন যে, এই ক্ষতি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের হ্রাস ঘটাচ্ছে না, বরং খাদ্য নিরাপত্তা ও জীববৈচিত্র্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বনাঞ্চল ও মাটির ক্ষতি, জলবায়ু পরিবর্তনে আরও তীব্রতা আনার পাশাপাশি জলভরাও হ্রাস করতে পারে। এভাবে চলতে থাকলে, ইউক্রেনের পরিবেশের ক্ষতি কেবল দেশটির জন্য নয়, সারা বিশ্বের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।