নিজস্ব সংবাদদাতা : আজ ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ আক্রমণের তৃতীয় বার্ষিকী পালন করা হচ্ছে। এদিন ইউক্রেনে এই বার্ষিকী সম্মেলনে অনেক ইউক্রেনীয় রাশিয়ান ডোন হামলার ফলে সৃষ্টির ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা করেছে। এদিন ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামলা হওয়া ১৮৫টি রাশিয়ান ড্রোনের মধ্যে ১১৩টি গুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এর পাশাপাশি, ইউক্রেনের নিজস্ব ড্রোন রাশিয়ার রিয়াজান শহরের একটি তেল শোধনাগারে আঘাত হেনেছে যা রাশিয়ান হামলার বিরুদ্ধে একটি মোক্ষম জবাব।