নিজস্ব সংবাদদাতা : আজ ফের একবার রাশিয়ায় ড্রোন হামলা চালালো ইউক্রেন। এক সপ্তাহে পরপর দুইবার রাশিয়ায় ড্রোন হামলা চালালো ইউক্রেন। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ইউক্রেনের এই সাংঘাতিক ড্রোন হামলায় রাশিয়ার দুটি প্রাকৃতিক গ্যাস কম্প্রেসর স্টেশন ও একটি S-300/S-400 ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
/anm-bengali/media/media_files/WqYJJc9cApxxCo0zO9Yj.jpg)
এই হামলার ফলে রাশিয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।