নিজস্ব সংবাদদাতা: বাংলায় একসময় রাজত্ব করেছে বাম, কংগ্রেস দুই দলই। বর্তমানে সাফল্যের সঙ্গে মা, মাটি ও মানুষের সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকেই ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে সরকার পরিচালনা করছেন বা করেছেন। তবে বর্তমানে রাজ্যের পরিস্থিতি উত্তাল। ওয়াকফ বিলের প্রতিবাদের আড়ালে সংখ্যালঘু তাণ্ডবের মধ্যে হিন্দু অত্যাচার স্পষ্ট হচ্ছে। দেশভাগের স্মৃতিকে ফিরিয়ে এনে বর্তমানে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গৃহহীন বহু মানুষ। এই পরিস্থিতিতে ISF এর সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জ নিয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূল সহ Left-Congress-ISF-কে একসঙ্গে চরমতম নিশানা করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তিনি ট্যুইট করে বলেছেন,
"ISF এর সমর্থকদের উপর পুলিশের লাঠিপেটা দেখে যারা আনন্দিত হচ্ছে তাদের জন্য এই লেখাটা।।
পশ্চিমবঙ্গে এখন দুটো জাতের গরু পাওয়া যায়—
১. মমতা বন্দ্যোপাধ্যায়ের গরু
২. Left-Congress-ISF-এর গরু
দুটো গরুই আলাদা দলে দুধ দেয়,
কিন্তু হিন্দু দেখলেই সমানে গুতো মারে!
Scene 1:
মমতার গরুরা রামনবমীর মিছিল ভাঙে, দোকানপাট জ্বালিয়ে দেয়, পুলিশের গাড়ি ফাটায়—
পুলিশ বলে, “ওদের দুধ ভাল, আমাদের মালকিন কে দুধ দেয় সুতরাং কিছু করা যাবে না”।
Scene 2:
Left-Cong-ISF গরুরা একই কাজ করলে—
পুলিশ হঠাৎ জেগে ওঠে, লাঠি-টিয়ার গ্যাস চালিয়ে বলে, “এই গরুর দুধ আমাদের লাগে না!”
এখানে গরুদের কর্মীসভা হয়, হিন্দুদের শ্রাদ্ধসভা হয়।
দুধ দেওয়া শেষ?
তাহলে ভাদু শেখের মতো জুতো মেরে ফেলে দেবে রাস্তায়।
আজকে ভাঙড়ে ঠিক সেটাই দেখা গেল।
Moral of the story:
গরুরা যত দুধই দিক, হিন্দুদের জন্য বরাদ্দ শুধু অত্যাচার।।"
তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।