নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফিলিস্তিনের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ ও গাজাবাসীর ডাকা হরতালের সমর্থনে সোমবার সারা বাংলাদেশে বিক্ষোভ-সমাবেশ করা হয়েছে।ফিলিস্তিনে গণহত্যা-জবরদখল বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গ্লোবাল স্ট্রাইক ফর গাজার সমর্থন জানাচ্ছেন তারা। বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, নটর ডেম কলেজ সহ একাধিক কলেজের শিক্ষার্থীরা যোগদান করে। বিক্ষোভে ধ্বনিত হয়, ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’। বিক্ষোভে শিক্ষার্থীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করেন। বিক্ষোভ থেকে ফিলিস্তিনের স্বাধীনতা ও ইসরায়েলের ধ্বংস কামনা করা হয়।
/anm-bengali/media/post_attachments/0b37e777-a68.png)
শিক্ষার্থীদের অনেকেই ফিলিস্তিনের পতাকা গায়ে জড়িয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন। অনেকেই এনেছেন প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে ‘গাজা মুক্ত করো’, ‘ফিলিস্তিন স্বাধীন করো সহ একাধিক লেখা দেখা যায়। এই সময় তারা ‘তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন’; ‘ইসরায়েলের বন্ধুরা হুঁশিয়ার সাবধান’; ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা জানান, ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে তারা আজ ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন। ফিলিস্তিনের প্রতি মুসলিম বিশ্বের নেতাদের উদাসীনতার প্রতি প্রশ্নও তোলেন তারা। ইসরায়েলি পণ্য বয়কট ও ফিলিস্তিনকে স্বাধীন করার লক্ষ্যে সবাইকে এক হয়ে লড়াই করার আহ্বান জানান তারা। সোমবার সকাল থেকে সারা বাংলাদেশে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়। বিক্ষোভ-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে ঢাকা সহ সারা বাংলাদেশ।