নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যে একাধিক জায়গায় চলছে সংঘর্ষ। সেই পরিস্থিতি নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য এদিন বলেন, “সমস্ত সীমান্তবর্তী এলাকার জনসংখ্যা পরিবর্তন করা হয়েছে। যারা ভারত ছেড়ে 'নাপাক' বলেছিল, তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাঙ্কের জন্য স্বাগত জানাচ্ছে। রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে স্বাগত জানানো হচ্ছে। বাংলাদেশি অভিবাসীদের আগমনের সাথে সাথে জিহাদি ধারণাও রাজ্যে পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের একজন মন্ত্রী রাজ্যে যা ঘটছে তা প্রকাশ্যে বৈধতা বলছেন এবং আরও বলেছেন যে হিন্দুরা কেবল রাজ্যের মধ্যেই অভিবাসন করছে। সীমান্তবর্তী জেলায় সমানভাবে উদ্বেগ রয়েছে। এছাড়াও রাজ্যের অভ্যন্তরে একটু কম হলেও এই সমস্যা বিদ্যমান। আমরা এখন যেখানে বসে আছি, ১৯৪৬ সালে এই জায়গাটি রক্তে ভেসে গিয়েছিল, সেখান থেকেই কলকাতার মহান হত্যাকাণ্ড শুরু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমাদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেছে”।
/anm-bengali/media/media_files/L5uqLGwY3Ysk7FB39a6e.jpg)