নিজস্ব সংবাদদাতা: নববর্ষের প্রথম দিন শুরু হয়ে গেল আজ সকাল থেকে। বাংলা পঞ্জিকা অনুযায়ী, ১৪৩১ সন কাটিয়ে আমরা আজ থেকে পা দিলাম ১৪৩২ সনে। আজ বাংলার শুভ নববর্ষ। এই বিশেষ দিনটিতে আগামী দিনগুলির জন্যে পুজো দিচ্ছেন অনেকেই। তাই মন্দির গুলিতে আজ ভক্তদের ভিড় চোখে পড়ার মতো।
আর এই বিশেষ দিনটিতে শ্রী শ্রী মা সারদা দেবীর পবিত্র জন্মভূমি জয়রামবাটিতে উপচে পড়ল পুণ্যার্থীদের ভিড়। মঙ্গলবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে শুরু করেছেন 'মাতৃমন্দিরে'। ছোট থেকে বড় সকলে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে।
/anm-bengali/media/post_attachments/207a8e18-d0d.png)
বছরভর মায়ের এই পবিত্র জন্মস্থানে ভক্তদের আনাগোনা লেগেই থাকে। কিন্তু বছর শুরুর দিনটিতে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যায়। এবছরও তার অন্যথা হল না। পরিবার পরিজনের মঙ্গলকামনায় এদিন অসংখ্য মানুষ জয়রামবাটিতে এসে হাজির হন এবং পুজো দেন।
ভক্তদের কথায়, বছরের প্রথম দিনটা এখানে কাটাতে ভালো লাগে। সন্তান সহ সকলের সুস্থতা কামনাই মায়ের কাছে আসেন তারা। বছরের প্রথম দিন মায়ের দর্শন পেলে সারাটা বছর ভালো যায়, পরিবারের সকলে সুস্থ থাকে। অন্তত এমনটাই মনে করেন পুণ্যার্থীরা। আর এই টানেই পয়লা বৈশাখে সারদা মায়ের স্মরণাপন্ন হন ভক্তরা।