ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া ৪ জনকে হাতেনাতে ধরলো পুলিশ, বঙ্গ পুলিশের চরম সাফল্য

ডাকাতি রুখতে সফল বঙ্গ পুলিশ।

author-image
Aniket
New Update
x

File Picture

 

 

নিজস্ব প্রতিনিধি: ডাকাতির উদ্দ্যেশ্যে জড়ো হওয়া ৪ জনকে হাতেনাতে ধরলো পুলিশ। উদ্ধার প্রাইভেট কার এবং অস্ত্রশস্ত্র। বাকিদের খোঁজ চালাচ্ছে সবং থানার পুলিশ। মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের তেমাথানি- সবং রাজ্য সড়কের একটি মাঠের ধারে প্রায় ৭ জন অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ডাকাতির জন্য।

পুলিশের টহল চলাকালীন তাদের দেখে সন্দেহ হয়। তারপরেই জিজ্ঞাসাবাদ শুরু করতেই কয়েকজন চম্পট দেয়। তবে ৪ জন প্রধান পান্ডাকে গ্রেফতার করে পুলিশ। একটি প্রাইভেট কার আটক করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র। মঙ্গলবার দুপুরে ৪ জনকে মেদিনীপুর আদালতে তোলা হবে।পাশাপাশি পুলিশি রিমান্ডের আবেদন করবে পুলিশ। এদের মধ্যে দুই জনের বাড়ি দক্ষিন ২৪ পরগনায়। এবং দুজনের বাড়ি খড়্গপুরে।