বন্য হাতির আক্রমণ- একাধিক হত্যা

বন্য হাতির আক্রমণে একাধিক হত্যা।

author-image
Aniket
New Update
assqsaq

File Picture



নিজস্ব সংবাদদাতা: ত্রিশুর জেলার ভাজাচল-এ বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম সতীশ এবং অম্বিকা, ভাজাচলের বাসিন্দা।

elephant

গত তিন দিন ধরে তারা মধু সংগ্রহের জন্য বনের ভেতরে অবস্থান করছিলেন। ভাজাচলের ডিএফও এই বিষয়ে জানিয়েছেন।