নিজস্ব প্রতিনিধি: মেদিনীপুর শহরের সব থেকে জনবহুল ভিড় এলাকা কেরানিতলা। সেই কেরানিতলা এলাকায় সকাল থেকেই সুসজ্জিত একটি কাউন্টার তৈরি করে বড় বড় মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন পুলিশ কর্তারা। মিষ্টির সেই সেই বড় হাঁড়িতে লেখা ছিল শুভ নববর্ষ।
/anm-bengali/media/post_attachments/b59fb51f-032.png)
পাশেই, পুলিশের বিশেষ ব্যান্ড বাজিয়ে চলেছে বাংলা নববর্ষের সংগীত সুর। বিভিন্ন পুলিশকর্তারা দাঁড়িয়ে থেকে রাস্তায় যাওয়া প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে শুভ নববর্ষ জানিয়ে তুলে দিচ্ছেন প্লেট। একেবারে অন্যভাবে বাংলা নববর্ষ পালন হলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মেদিনীপুর শহরে।