নিজস্ব সংবাদদাতা: সীমান্তে দখলদারিকে কেন্দ্র করে মাঝেমধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-চিন (India-China Relationship) দ্বিপাক্ষিক সম্পর্ক ৷ মঙ্গলবার একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন দু'দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷ চলতি বছর ভারত-চিন সম্পর্কের ৭৫ বছরপূর্তি। এই উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) শুভেচ্ছা জানালেন চিনের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট শি জিনপিং ৷
শি জিনপিং বলেছেন, "চিন ও ভারত, দুই-ই প্রাচীন সভ্যতা ৷ বিশ্বে প্রথম সারির উন্নয়নশীল দেশ এবং দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ সদস্য ৷" পাশাপাশি, দুই দেশের মধ্যে পারস্পরিক সাফল্যে অংশীদারিত্বের সম্পর্কের উপর জোর দেন তিনি। আরও বলেন, দুই দেশের প্রাথমিক স্বার্থ পূরণে ড্রাগন ও হাতির মধ্যে সুসম্পর্কের প্রয়োজন, জানান প্রেসিডেন্ট ৷
/anm-bengali/media/media_files/r6IUO0YWxMofWbWKOFWg.jpg)