নিজস্ব সংবাদদাতা: ডাবলিনের একটি স্কুলের বাইরে সন্দেহভাজন এক ব্যক্তি ছুরি নিয়ে তাণ্ডব চালিয়েছে। হামলার ফলে তিনজন শিশুসহ পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আইরিশ পুলিশ এই বিষয়ে জানিয়েছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী লিও ভারাদকার জানিয়েছেন যে, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)