'পথে থেকেই পথ খোঁজার চেষ্টা'— শিক্ষা মন্ত্রীর আশ্বাসের পরেও অবস্থানে অনর চাকরিহারারা!
অসংখ্য প্রণাম করলেন যোগী আদিত্যনাথ
থমথমে সুতি ও সামসেরগঞ্জ— চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পোড়া বাইক-গাড়ি, দেখুন ছবি
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ! পশ্চিম মেদিনীপুরে শূন্যপদ প্রায় ২৫০০
BREAKING : মাসির বাড়ি থেকে ফেরার পথে সুতিতে গুলিবিদ্ধ কিশোর!
হিমাংশু শেখর উপাধ্যায় কি বলেছেন?
মহারাষ্ট্রের মন্ত্রী ও মুম্বাই বিজেপির সভাপতি আশিস শেলার বড় বার্তা দিয়েছেন
‘অনর্থক যুদ্ধ’— চীনা যোদ্ধা রাশিয়ার পক্ষে? জেলেনস্কির বিস্ফোরক দাবি
পশ্চিমবঙ্গ সরকার এই নৈরাজ্য বন্ধ করতে অক্ষম বা অনিচ্ছুক- মমতার বিরুদ্ধে ফের বিস্ফরোক মন্তব্য

‘যেন কাগজের টুকরো!’ মায়ানমার ভূমিকম্পে মান্দালয় রাজপ্রসাদ আজ এরকম অবস্থাতেই পড়ে!

মান্দালয় রাজপ্রাসাদের চারপাশে ধ্বংসাবশেষ পড়ে আছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Myanmar-declares-state-of-emergency-after-7-7-magnitude-earthquake-4z9q8tdb-ezgif.com-avif-to-jpg-converter

File Picture

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার মায়ানমারে আঘাত হানা ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সেখানকার বহু ঐতিহাসিক স্থাপত্যই উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে বলে জানা যাচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে প্রসিদ্ধ মান্দালয় রাজপ্রাসাদ, যা মায়ানমারের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব বহন করে।

মায়ানমারের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, মান্দালয় রাজপ্রাসাদের চারপাশের প্রাচীরের বিশাল অংশে বড় ফাটল এবং ধ্বংসাবশেষ পড়ে আছে। শেষ বার্মিজ রাজবংশের অন্যতম স্থাপনা হিসেবে পরিচিত এই প্রাসাদটি রাজা মিন্ডন ১৮৫৭ থেকে ১৮৫৯ সালের মধ্যে নির্মাণ করেন। বহু বছর ধরে এটি পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হলেও, ভূমিকম্পের ধ্বংসাত্মক কম্পনে এই স্থানটির মারাত্মক ক্ষতি হয়েছে।

a76803c0-0bc5-11f0-ac9f-c37d6fd89579

বিশ্ববিখ্যাত ভূকম্পবিদ জেমস জ্যাকসন একে "Great knife cut into the Earth" বলে অভিহিত করেছেন। তার মতে, ভূমিকম্পের সময় শক্তিশালী ফাটল সৃষ্টি হয় যা এক মিনিট ধরে স্থায়ী ছিল এবং প্রতি সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার গতিতে ছড়িয়ে পড়ে। 

এক সাক্ষাৎকারে তিনি ব্যাখ্যা করেন যে, এটি ঠিক যেন কাগজের টুকরো কেটে ফেলার মতো একটি প্রক্রিয়া ছিল, যা বড় ধরনের ভূমি একের পর এক কেটে গেছে। অর্থাৎ ভেঙে চুরমার হয়েছে একাধিক ভূমি বা স্থাপত্য। 

ভূমিকম্পের ফলে সাগাইং, মান্দালয় ও রাজধানী নেপিদোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঐতিহ্যবাহী স্থাপত্যগুলোর ক্ষতির পাশাপাশি সাধারণ মানুষের সম্পত্তিরও ক্ষয়ক্ষতির পরিমাণ মারাত্মক। মায়ানমার সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছে।