নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক শহরে আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে ভাঙচুরের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশে KFC, Pizza Hut, Bata-সহ বহু শোরুমে হামলা চালানো হয় ইজরায়েলের প্রতি প্রতিবাদ জানাতে গিয়ে। ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে পাকিস্তানের করাচি ও লাহোরেও। সেখানেও KFC সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানে তাণ্ডব চলে। ঘটনায় অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই এবার শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানালেন পাকিস্তানের প্রখ্যাত ধর্মীয় নেতা মুফতি তাকি উসমানি। তিনি মুসলিম বিশ্বকে ইজরায়েলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত একটি জাতীয় প্যালেস্তাইন সম্মেলনে এই বার্তা দেন মুফতি উসমানি।
/anm-bengali/media/media_files/2025/04/11/5dCcwifh9c4H6dsRFdq3.JPG)
তিনি বলেন, “ইজরায়েলের আগ্রাসনের প্রতিবাদ হোক শান্তিপূর্ণ। শরিয়া আইন অনুযায়ী, কোনও ব্যক্তিগত বা বাণিজ্যিক সম্পত্তি ধ্বংস করা যাবে না, এবং কারো ক্ষতি করা ইসলাম সমর্থন করে না।” সম্মেলনে গাজা ও প্যালেস্তাইনের চলমান সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত ইসলামি চিন্তাবিদরা। এসময় আমেরিকার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়, কারণ তারা ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিচ্ছে না বলেই অভিযোগ ওঠে।