নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানায় নবনির্মিত কনফারেন্স হলের উদ্বোধন, একাধিক সমাজসেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল এদিন। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার উদ্যোগে বুধবার থানার চত্বরে নবনির্মিত কমিউনিটি হল (কনফারেন্স হল) উদ্বোধন করা হয়। এই হলটি বিশেষভাবে এলাকার মানুষজন এবং পুলিশ প্রশাসনের মধ্যে আলোচনার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) সৈয়দ মোহাম্মদ মামদুল্লা হাসান, জেলার ডিএসপি সব্যসাচী ঘোষ, সাঁকরাইল থানার ওসি নীলমাধব দোলাই, বিডিও রোহন ঘোষ এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা। এছাড়াও সাঁকরাইল থানার পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। থানার সিভিক ও পুলিশ কর্মীরা এই শিবিরে রক্তদান করেন।
/anm-bengali/media/post_attachments/a73edb2f-7bc.png)
এই উদ্যোগটি সমাজে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি, এলাকার দুস্থ মানুষজনের জন্য বস্ত্র বিতরণেরও ব্যবস্থা করা হয়েছিল, যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা সহজতর হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বিনামূল্যে কোচিং সেন্টার 'দিশা কোচিং সেন্টার' এর কিছু ছাত্রছাত্রীদের হাতে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের শিক্ষার পথ সহজ করবে।
এদিনের এই অনুষ্ঠানে সাঁকরাইল থানার কমিউনিটি হলের উদ্বোধন ও বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি এলাকার মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা এবং সহানুভূতির অনুভূতি জাগাতে সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে।