নিজস্ব সংবাদদাতা: জীবিত মায়ের শ্রাদ্ধ শান্তি করল চার বছরের ছোট্ট ছেলে, ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোড এর দরখোলা এলাকায়!
কিন্তু কেন সেই প্রশ্ন খুঁজতেই গ্রামে গিয়ে দেখা গেল শ্রাদ্ধ শান্তি করছে চার বছরের ছোট্ট ছেলে। মাথা ন্যাড়া করে মায়ের ফটো সামনে রেখে রীতিমত ব্রাহ্মণ ডেকে এই শ্রাদ্ধ শান্তির কাজ করছে সে। কেন এমন? সেই কারণ জানা গেল পরিবারের লোকজনের কাছে।
/anm-bengali/media/media_files/2025/04/11/Lo09vSuyglrmhZQGX7eq.jpg)
যা জানা যাচ্ছে, তার মা চলে গেছে অন্য পুরুষের হাত ধরে। সাত বছরের সংসারকে পিছনে ফেলে পালিয়েছেন ওই মহিলা। ছেলেটি বারেবারে মাকে খুঁজে বেড়াচ্ছিল। মা চলে গেছে চলতি এপ্রিল মাসের ছয় তারিখে। মায়ের খোঁজ দিতে না পারায় শেষমেষ ওই ছোট্ট শিশুর মায়ের বাড়ির লোকজন এবং বাবার বাড়ির লোকজন সিদ্ধান্ত নেয় শ্রাদ্ধ শান্তি করার। মা অ্যাক্সিডেন্টে মারা গেছে সে আর ফিরবে না। এই কথা বলা হয়েছে পরিবারের তরফ থেকে।
আর এই ঘটনায় গোটা গ্রামে দৃষ্টান্ত ফেলে দিয়েছে। চোখের জলে বাড়ির মেয়েকে মৃত বলে দিচ্ছেন পরিবারের লোকজন। মেয়ের মতন ভালবাসতেন কিন্তু এই জঘন্য কাজ করার জন্য মৃত বলে ভাবছেন শ্বশুরবাড়ির লোকজনও। কিন্তু সবার মাঝে খুদে শিশু বুঝতেই পারছে না তাঁর মায়ের সাথে ঠিক কি হয়েছে।