নিজস্ব সংবাদদাতা : এবার আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধ প্রসঙ্গে বড় মন্তব্য করলেন শি জিনপিং। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রতিটি দেশের, প্রতিটি পণ্যের ওপরেই প্রচুর পরিমানে শুল্কের বোঝা চাপিয়েছে। এরপরেই মার্কিন যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব দিয়ে, চীন মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপরেও ১২৫% শুল্কের বোঝা চাপিয়ে দেয়।
/anm-bengali/media/media_files/2025/04/11/bqtvZdMnY9POtip0SAG7.jpeg)
এরপরেই আমেরিকা আর চীনের মধ্যে এক বাণিজ্যিক যুদ্ধের শুরু হয়। আর আজ এই বিষয়েই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, ''চীন নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। চীন কাউকে ভয় পায় না।''