নিজস্ব সংবাদদাতা : গৃহযুদ্ধের ফলে ছারখার হয়ে যাচ্ছে সুদান। আজ ফের একবার এই গৃহযুদ্ধের ভয়াবহ ছবি দেখা গেল সুদানে। আজ সুদানের সুদানের পর্যবেক্ষক সংস্থাগুলি,সুদানের জাতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার অভিযোগ এনেছে। 'ইমার্জেন্সি লইয়ার্স' নামে এক স্বেচ্ছাসেবী আইনজীবীদের একটি সংগঠন জানিয়েছে, উত্তর দারফুরের তোরা বাজারে, আজ সুদানের সেনাবাহিনীর "এলোপাথাড়ি বোমাবর্ষণের" ফলে শত শত সাধারণ মানুষ নিহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/5MhmkMurtlnlnyNTkpZV.jpg)
উদ্ধারকর্মীদের কাছ থেকে জানা গেছে যে, ঘটনাস্থল থেকে অন্তত ২৭০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দারফুরের আধাসামরিক বাহিনী 'র্যাপিড সাপোর্ট ফোর্সেস' (RSF) এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে এবং একে "গণহত্যা" বলে অভিহিত করেছে।