মৃত চিলির প্রাক্তন রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরা

বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘটেছে চিলির প্রাক্তন রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরার অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা এই বিষয়টি সুনিশ্চিত করেছে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
former president of chile.webp

নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় চিলির প্রাক্তন প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার। লাতিন আমেরিকার নেতারা শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। অভ্যন্তরীণ মন্ত্রী ক্যারোলিনা তোহা  প্রাক্তন রাষ্ট্রপতির মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চয়তা দিয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতির বয়স হয়েছিল ৭৪। দক্ষিণাঞ্চলীয় শহর লাগো র্যাঙ্কোতে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন রাষ্ট্রপতির। সেই আকাশজানে থাকা আরও তিন যাত্রী আহত হলেও তাঁদের প্রাণ সংশয় ঘটেনি।
সেবাস্তিয়ান পিনেরার শাসনকালে, ২০১০ সালে , আতাকামা মরুভূমির নীচে আটকে পড়া ৩৩ জন খনি শ্রমিককে উদ্ধার করা হয়েছিল। এই ঘটনায় তার ভূমিকা ছিল চোখে পড়ার মতো।
এই নিয়ে 'দ্য ৩৩' নামে একটি সিনেমাও তৈরী হয়।
২০১০ থেকে ২০১৪ সাল ছিল তার প্রথম রাষ্ট্রপতি পদের মেয়াদ। সেই সময় তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং বেকারত্বের তীব্র পতন পর্যবেক্ষণ করেন। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত তার দ্বিতীয় রাষ্ট্রপতির মেয়াদ ছিল। সেইসময় তিনি অসমতার বিরুদ্ধে সহিংস প্রতিবাদ করেন।

 

flamefood1

 

cityaddnew

 

flavourfood