নিজস্ব সংবাদদাতা : মায়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৩,৩৫৪ জনের প্রাণহানির পর যুক্তরাষ্ট্রের নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সময় ইউএসএআইডি বন্ধ করে দেওয়ায় যুক্তরাষ্ট্র সময়মতো সহায়তা পাঠাতে পারেনি। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, "আমরা সারা বিশ্বের সরকার নই। আমাদের সীমিত সম্পদ আছে, আমাদের অগ্রাধিকার ঠিক করতে হয়।"
/anm-bengali/media/media_files/2025/03/29/smmY2OUntp7gpUv04bSF.jpg)
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই কিছু সহায়তা পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা আছে, তবে তিনি জোর দিয়ে বলেন—"চীন, ভারতসহ অন্যান্য ধনী দেশগুলোকেও এগিয়ে আসা উচিত।" সাবেক কর্মকর্তাদের অভিযোগ, ইউএসএআইডি বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধারকর্মী পাঠানোর মতো জরুরি প্রস্তুতি ছিল না। ট্রাম্প প্রশাসনের ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি’ (DOGE), যার নেতৃত্বে ছিলেন ইলন মাস্ক, বিদেশে মানবিক সহায়তা কমিয়ে দেয়।
/anm-bengali/media/media_files/2025/03/29/OkHoYP8Y5g0tkLqIYGjQ.webp)
রুবিও বলেন, "আমরা আর এনজিওগুলোর নামে কোটি কোটি ডলার ব্যয় করব না। সরাসরি প্রয়োজনে সহায়তা করব, কিন্তু দায়িত্ব সবার।" এদিকে চীন ও ভারত ইতোমধ্যে উদ্ধারকারী দল পাঠিয়েছে, আর যুক্তরাষ্ট্র কেবল তিনজন পরামর্শক পাঠিয়েছে যারা আগে থেকেই ওই অঞ্চলে ছিল।