বিএসএফের নিয়ন্ত্রণে থাকা কোদলা নদীর কিছুটা অংশ মুক্ত করল বিজিবি

৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
bangladeshi army

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কোদলা নদীর ৪.৮ কি. মি. এলাকা অবমুক্ত করল বিজিবি।

সোমবার মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মহেশপুর-৫৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ।

bangladesh  bgb

তিনি বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তের কোল ঘেঁষে কোদলা নদী বহমান। এই নদীর ৪.৮ কি.মি. বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে অবস্থিত। তবে এ যাবতকাল বাংলাদেশের লোকজন নদীতে কোনোরকম কাজকর্ম করতে পারতেন না, মাছ ধরা কিংবা প্রয়োজনীয় কাজ করতে দিলে বাধা দেওয়া হত। 

সম্প্রতি সময়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে সেখানে বিজিবির দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ করতে পারবেন। 

এদিন এই সাংবাদিক সম্মেলনে, ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিক এবং মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।