নিজস্ব সংবাদদাতা: বেঙ্গালুরুতে এক স্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীর বিরুদ্ধে, আর এই অপরাধে তাঁকে সহযোগিতা করেছেন নিহতের শাশুড়ি। অভিযোগ, নিহত যুবক একাধিক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন এবং বেআইনি ব্যবসার সঙ্গে তাঁর যোগসাজশ ছিল। এই কারণেই স্ত্রী ও শাশুড়ি মিলে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত সপ্তাহে, তবে পুলিশের তরফে তা প্রকাশ্যে আনা হয় সোমবার, ২৫ মার্চ ২০২৫। ইতিমধ্যেই নিহতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
/anm-bengali/media/media_files/2025/03/25/bnUw8sswnXOjTRCOt3P0.JPG)
নিহত ব্যক্তির নাম লোকনাথ সিং, যিনি একজন ব্যবসায়ী ছিলেন। গত শনিবার, ২২ মার্চ, ২০২৫, চিক্কাবানাবারা এলাকায় একটি নির্জন স্থানে তাঁর দেহ উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।
উত্তর বেঙ্গালুরুর ডেপুটি পুলিশ কমিশনার সইদুল অদভত জানান, "শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জরুরি নম্বর ১১২-তে ফোন করে আমাদের এই ঘটনার বিষয়ে জানানো হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করি। ইতিমধ্যেই নিহতের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, এবং হত্যার পেছনের প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।"