নিজস্ব সংবাদদাতা: আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, "বিরোধীদের নিয়মিত অভিযোগ যে আমাদের (সদরে) কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। শাসক দলের নেতারা উঠে দাঁড়িয়ে সংসদে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। আমার সাথেও অনেকবার এমনটা ঘটেছে।"
#WATCH | Delhi: AAP MP Sanjay Singh says "It has been a regular complaint of the opposition that we are stopped from speaking (in the House). The leaders of the ruling party stand up and try to disrupt the House. This has happened with me a lot of times." pic.twitter.com/R9w4kWfHki